ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘কাঙ্গুভা’। অবশেষে বৃস্পতিবার (১৪ নভেম্বর) মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই ছবি। আর মুক্তি পেয়েই বক্স অফিস রীতিমত তোলপাড় করে তুলেছে অ্যাকশন ফ্যান্টাসি ঘরণার এই ছবি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ‘কাঙ্গুভা’র বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৬ কোটি রুপি। যার ভেতর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৪০ কোটি রুপির বেশি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত তামিল সিনেমা হিসেবে প্রথম দিনের আয়ের দিক থেকে বর্তমানে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।
এছাড়াও দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী করেছে ১৬ কোটি রুপি। যার ভেতর ভারত জুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপি।
শুরু থেকেই বিশ্বব্যাপী এই ছবির ক্রেজ দর্শকদের মধ্যে দেখা গেছে৷ সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের ছবির তালিকায় শুরুর দিকে এই সিনেমার নাম রয়েছে। তবে ছবি মুক্তির পর ছবিটি নিয়ে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নেটিজেনদের তরফ থেকে।
এক্স হ্যান্ডেলে (টুইটার) এক নেটিজেন সিনেমা দেখার পর লিখেছেন, “অভিনয়ের দিক থেকে সুরিয়া ২০০ শতাংশ দিয়েছেন৷ সাধারণ ইন্টারভাল৷ মিউজিক নয়জি৷ ফার্স্ট হাফ অ্যাভারেজ৷” আবার অন্য একজন লিখেছেন, “মোটের উপর এই সিনেমা দেখা যায়৷ বিশেষ করে সেকেন্ড হাফের জন্য৷ শো-ম্যান সুরিয়া৷ ক্লাইম্যাক্স দুর্ধর্ষ৷ ৫-এ ছবিতে ৩.৫ রেটিং দেওয়া যায়৷”
আরেকজন লিখেছেন, “অ্যাভারেজ সিনেমা ‘কাঙ্গুভা’৷ সুরিয়ার অভিনয়ে নতুনত্ব নেই ৷” অনেক অনুরাগী ববি দেওয়ালের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ পাথুরে চোখে জমজমাট অ্যাকশনে ববির অভিনয় দেখার মতো বলে মত নেটপাড়ার৷
জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী! ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির প্রত্যাশিত আয় ২,০০০ কোটি রুপির বেশী! তবে আয়ের দিক থেকে কতটা কামাল দেখাতে পারবে এই সিনেমা তা সময়ই বলে দিবে।
প্রায় সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।
শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা গেছে। সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।- বলিউড মুভি রিভিউজ।