চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ঐতিহ্যেবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-মাদরাসাতুল ইসলামিয়া দারুস -সুন্নাহ হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী ইসলামিক,মিশনারী, সেন্টার (সুখবিলাস) মাদ্রাসার পরিচালক মাওলানা মো: মীর কাসেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আমানা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী রহমানিয়া ইসলামি কমপ্লেক্সের উপদেষ্টা ড.মো: ফজলুল করিম।
প্রধান ওয়াজীনের বক্তব্য রাখেন কোদালা আল-মাদরাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের।
২য় অধিবেশনে চন্দ্রঘোনা ফেরীঘাট নুরুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা ফারুকের সভাপতিত্বে বিশেষ ওয়াজীনের বক্তব্য রাখেন মাওলানা গোলাম কিবরিয়া হাতিয়াসহ অসংখ্য আলেমেদ্বীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশ বরণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।