জকিগঞ্জের ৩ নং কাজলসার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আটগ্রাম নালুহাটি গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ১২:৩০ মিনিটের সময় স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিনের বাড়ির সামনের দোকানঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। কিন্তু দোকান মালিক কুতুব উদ্দিনের দাবি কেউ শত্রুতার জেরে আগুন লাগিয়েছে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কুতুব উদ্দিন জানান- ‘‘তার একমাত্র সম্বল দোকানটি পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব। দোকানের পাশেই তাঁর ছোট বসত ঘর ও গোয়াল ঘর পুড়ে ছারখার। দোকানে থাকা প্রায় লক্ষ টাকার মালামাল সহ ক্যাশ পনেরো হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।’’