ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর দায় নেবে না ইসকন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না বলে জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতৃত্বরা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহু আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। বর্তমানে সংঘটিত ও প্রচারিত ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে দেশের পরিস্থিতি। দেশের বিভিন্ন মহল ও নেটিজেনদের মধ্যে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের।

এর প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করনে ইসকনের সংবাদ সম্মেলনে ইসকনের সভাপতি জানান, ইসকন একটি অরাজনৈতিক সংগঠন, কোন দেশ বা গোষ্ঠীর সাথে সম্পর্ক নেই। ইসকন নিয়ে ধারাবাহিক ভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোন সম্পৃক্ততা নেই।

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ ও মন্তব্য প্রসঙ্গে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিলো বা কি বললো তার জন্য ইসকন দায়ী নয়।

এসময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর দায় নেবে না ইসকন

আপডেট সময় ০২:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না বলে জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতৃত্বরা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহু আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। বর্তমানে সংঘটিত ও প্রচারিত ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে দেশের পরিস্থিতি। দেশের বিভিন্ন মহল ও নেটিজেনদের মধ্যে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের।

এর প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করনে ইসকনের সংবাদ সম্মেলনে ইসকনের সভাপতি জানান, ইসকন একটি অরাজনৈতিক সংগঠন, কোন দেশ বা গোষ্ঠীর সাথে সম্পর্ক নেই। ইসকন নিয়ে ধারাবাহিক ভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোন সম্পৃক্ততা নেই।

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ ও মন্তব্য প্রসঙ্গে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিলো বা কি বললো তার জন্য ইসকন দায়ী নয়।

এসময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন।