ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবনতি

কারা খেলবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল? বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান দেখে যা বলা বেশ কঠিন। কখনও ভারত, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা; তিন দলের শীর্ষে থাকার লড়াইটাও বেশ জমে উঠেছে। গত দুই আসরের ফাইনালিস্ট ভারতের জন্য এবার ফাইনাল খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে এক ধাপ এগিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার ৬৩.৩৩ শতাংশ। যার ফলে অস্ট্রেলিয়া এখন দুইয়ে নেমে গেছে। দলটির সাফল্যের হার ৬০.৭১ শতাংশ।

ভারতকে অ্যাডিলেডে হারিয়ে এক দিনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে উঠেছিল অসিরা। কিন্তু প্রোটিয়াদের দাপটে ২৪ ঘণ্টাও টিকল না অস্ট্রেলিয়ার রাজত্ব। বড় ব্যবধানে হেরে ৫৭.২৯ শতাংশ সাফল্যের হার নিয়ে তিনে অবস্থান ভারতের।

উল্লেখ্য, ডারবানে প্রথম টেস্টে ২৩৩ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। তবে প্রথম দিন টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা চাপে পড়লেও তেম্বা বাভুমা এবং রায়ান রিকেলটনের ১৩৩ রানের জুটিতে ইনিংস মজবুত করে। রিকেলটনের শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে প্রোটিয়ারা তোলে ৩৫৮ রান। শেষ দিনের লঙ্কানদের ব্যাটিং ধসের ফলে ম্যাচটি ১০৯ রানে জিতে নেয় প্রোটিয়ারা

ভারতকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবনতি

আপডেট সময় ০৭:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

কারা খেলবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল? বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান দেখে যা বলা বেশ কঠিন। কখনও ভারত, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা; তিন দলের শীর্ষে থাকার লড়াইটাও বেশ জমে উঠেছে। গত দুই আসরের ফাইনালিস্ট ভারতের জন্য এবার ফাইনাল খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে এক ধাপ এগিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার ৬৩.৩৩ শতাংশ। যার ফলে অস্ট্রেলিয়া এখন দুইয়ে নেমে গেছে। দলটির সাফল্যের হার ৬০.৭১ শতাংশ।

ভারতকে অ্যাডিলেডে হারিয়ে এক দিনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে উঠেছিল অসিরা। কিন্তু প্রোটিয়াদের দাপটে ২৪ ঘণ্টাও টিকল না অস্ট্রেলিয়ার রাজত্ব। বড় ব্যবধানে হেরে ৫৭.২৯ শতাংশ সাফল্যের হার নিয়ে তিনে অবস্থান ভারতের।

উল্লেখ্য, ডারবানে প্রথম টেস্টে ২৩৩ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। তবে প্রথম দিন টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা চাপে পড়লেও তেম্বা বাভুমা এবং রায়ান রিকেলটনের ১৩৩ রানের জুটিতে ইনিংস মজবুত করে। রিকেলটনের শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে প্রোটিয়ারা তোলে ৩৫৮ রান। শেষ দিনের লঙ্কানদের ব্যাটিং ধসের ফলে ম্যাচটি ১০৯ রানে জিতে নেয় প্রোটিয়ারা

ভারতকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ