ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

“ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার ( ৯ ডিসেম্বর)দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়।

কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম।

উপজেলা পরিষদ চত্ত্বরের উম্মুক্ত মাঠে পতাকা ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-ঠাকুরগাঁও গামী পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “ দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান, সদস্য মাওঃ মজিবর রহমান, রুমি আক্তার চৌধুরী, তৈমুর রহমান. জেসমিন বানু, শাহীন আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে আগে সবাইকে আত্ম সমালোচনা করে নিজেকে আত্মশুদ্ধি হতে হবে। নিজে দুর্নীতিবাজ হয়ে মঞ্চে উঠে দুর্নীতির বিরুদ্ধে লম্বা গলায় বক্তব্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি সবাইকে দুর্নীতিকে ঘৃণা করা সহ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সকল কর্মসুচিতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আপডেট সময় ০৭:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

“ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার ( ৯ ডিসেম্বর)দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়।

কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম।

উপজেলা পরিষদ চত্ত্বরের উম্মুক্ত মাঠে পতাকা ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-ঠাকুরগাঁও গামী পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “ দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান, সদস্য মাওঃ মজিবর রহমান, রুমি আক্তার চৌধুরী, তৈমুর রহমান. জেসমিন বানু, শাহীন আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে আগে সবাইকে আত্ম সমালোচনা করে নিজেকে আত্মশুদ্ধি হতে হবে। নিজে দুর্নীতিবাজ হয়ে মঞ্চে উঠে দুর্নীতির বিরুদ্ধে লম্বা গলায় বক্তব্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি সবাইকে দুর্নীতিকে ঘৃণা করা সহ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সকল কর্মসুচিতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।