ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। শামীম হোসেনের শেষের ঝড়ে আসে স্রেফ ১২৯ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়েই বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ। তাসকিন, শেখ মেহেদি, রিশাদ, সাকিবদের বোলিংয়ের সামনে এই অল্প রান তাড়াতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দারুণ বোলিংয়ের দিনে সিরিজে ফেরা আর সম্ভব হয়নি ক্যারিবীয়দের। স্বাগতিকদের তাদের মাঠেই গুড়িয়ে দিয়ে স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের দল। সিরিজের শেষ ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দলীয় ২৮ রানেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। উইকেট উল্লাসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে টানা দুটি উইকেট নেন তাসকিন। ডানহাতি পেসারের বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ব্র‍্যান্ডন কিং। ৫ বলে তিনি করেন ৮ রান। একই ওভারের পঞ্চম বলে ধরা আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক‍্যাচও নেন লিটন।

দলীয় ২৮ রানে জনসন চার্লসকে ফেরান মেহেদি হাসান। বাংলাদেশি স্পিনারের এলবির ফাঁদে পড়ার আগে ১২ বলে ১৪ রান করেন চার্লস।

মেহেদির পরের শিকার নিকোলাস পুরান। বিপজ্জনক পুরানকে স্লিপে সৌম্যের হাতে ক্যাচ বানিয়ে ৫ রানে সাজঘরে পাঠান মেহেদি। এরপর বোলিংয়ে এসে রভম্যান পাওয়েল ও রোমারিওকে বিদায় করেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে আকিলকে নিয়ে জুটি বেধে ওয়েস্ট ইন্ডিজকে উদ্ধার করার চেষ্টা করেন রস্টন চেজ। উইকেটে তিনি ভয়ানক হয়ে উঠলে রিশাদ এসে থামান তার ঝড়। বাংলাদেশি লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে ৩২ রানে ফেরেন চেজ। একই ওভারের পরে বলে মোটিকেও মাঠ ছাড়া করেন রিশাদ। গড়ে তোলেন হ্যাটট্রিকের চান্স। তবে হ্যাটট্রিক না করতে পারলেও বাংলাদেশকে ম্যাচ হাতের মুঠোয় এনে দেন রিশাদ। ফলে, অল্প রান তাড়ায় নেমে ১০২ রানেই থমকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নাটকীয় জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট সময় ১০:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। শামীম হোসেনের শেষের ঝড়ে আসে স্রেফ ১২৯ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়েই বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ। তাসকিন, শেখ মেহেদি, রিশাদ, সাকিবদের বোলিংয়ের সামনে এই অল্প রান তাড়াতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দারুণ বোলিংয়ের দিনে সিরিজে ফেরা আর সম্ভব হয়নি ক্যারিবীয়দের। স্বাগতিকদের তাদের মাঠেই গুড়িয়ে দিয়ে স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের দল। সিরিজের শেষ ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দলীয় ২৮ রানেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। উইকেট উল্লাসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে টানা দুটি উইকেট নেন তাসকিন। ডানহাতি পেসারের বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ব্র‍্যান্ডন কিং। ৫ বলে তিনি করেন ৮ রান। একই ওভারের পঞ্চম বলে ধরা আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক‍্যাচও নেন লিটন।

দলীয় ২৮ রানে জনসন চার্লসকে ফেরান মেহেদি হাসান। বাংলাদেশি স্পিনারের এলবির ফাঁদে পড়ার আগে ১২ বলে ১৪ রান করেন চার্লস।

মেহেদির পরের শিকার নিকোলাস পুরান। বিপজ্জনক পুরানকে স্লিপে সৌম্যের হাতে ক্যাচ বানিয়ে ৫ রানে সাজঘরে পাঠান মেহেদি। এরপর বোলিংয়ে এসে রভম্যান পাওয়েল ও রোমারিওকে বিদায় করেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে আকিলকে নিয়ে জুটি বেধে ওয়েস্ট ইন্ডিজকে উদ্ধার করার চেষ্টা করেন রস্টন চেজ। উইকেটে তিনি ভয়ানক হয়ে উঠলে রিশাদ এসে থামান তার ঝড়। বাংলাদেশি লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে ৩২ রানে ফেরেন চেজ। একই ওভারের পরে বলে মোটিকেও মাঠ ছাড়া করেন রিশাদ। গড়ে তোলেন হ্যাটট্রিকের চান্স। তবে হ্যাটট্রিক না করতে পারলেও বাংলাদেশকে ম্যাচ হাতের মুঠোয় এনে দেন রিশাদ। ফলে, অল্প রান তাড়ায় নেমে ১০২ রানেই থমকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নাটকীয় জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ