ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

বরবাদ ১০০-২০০ কোটির ক্লাবে যাওয়ার মতো ছবি: শাকিব

প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন ছবি বরবাদ-এর ফার্স্ট লুক। মুম্বাইতে ৭০ শতাংশ শুটিং হলেও কোনো লুক আগে প্রকাশ হয়নি। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব খান। তিনি জানালেন, যে আয়োজনের ছবি তা সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

বুধাবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বরবাদ’ ছবির ফার্স্ট লুক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়।

তিনি বলেন, এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

মেহেদী হাসান হৃদয় হলেন ‘বরবাদ’ ছবির পরিচালক। পরিচালক প্রসঙ্গে শাকিব বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।

এদিকে, শাকিবের ‘বরবাদ’ মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে দেদারসে! এদিকে শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরইমধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত!

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

লুক উন্মোচন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও “বরবাদ” এর প্রোডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মেগাস্টার শাকিব খান, চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মিম মানতাসা এবং লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আসছে শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক

ডাবিং হয়েও কেন বাংলায় মুক্তি পেল না ‘পুষ্পা ২’

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বরবাদ ১০০-২০০ কোটির ক্লাবে যাওয়ার মতো ছবি: শাকিব

আপডেট সময় ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন ছবি বরবাদ-এর ফার্স্ট লুক। মুম্বাইতে ৭০ শতাংশ শুটিং হলেও কোনো লুক আগে প্রকাশ হয়নি। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব খান। তিনি জানালেন, যে আয়োজনের ছবি তা সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

বুধাবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বরবাদ’ ছবির ফার্স্ট লুক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়।

তিনি বলেন, এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

মেহেদী হাসান হৃদয় হলেন ‘বরবাদ’ ছবির পরিচালক। পরিচালক প্রসঙ্গে শাকিব বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।

এদিকে, শাকিবের ‘বরবাদ’ মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে দেদারসে! এদিকে শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরইমধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত!

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

লুক উন্মোচন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও “বরবাদ” এর প্রোডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মেগাস্টার শাকিব খান, চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মিম মানতাসা এবং লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আসছে শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক

ডাবিং হয়েও কেন বাংলায় মুক্তি পেল না ‘পুষ্পা ২’