ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি তালেবানের

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার রয়েছে তাদের। পাকিস্তানি পক্ষের জানা উচিত যে, এ ধরনের একতরফা পদক্ষেপ কোনও সমস্যার সমাধান নয়। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় দফায় দফায় এই হামলা চালানো হয়। এতে বহু ব্যক্তি আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিল তালেবান।

জানা গেছে, মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বাহিনী।ইসলামাবাদের সূত্র দাবি করছে, সেই অভিযানে পাকিস্তানের তালেবান গোষ্ঠী ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) এর প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। যদিও এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নারী-শিশুসহ নিহত ১৫

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি তালেবানের

আপডেট সময় ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার রয়েছে তাদের। পাকিস্তানি পক্ষের জানা উচিত যে, এ ধরনের একতরফা পদক্ষেপ কোনও সমস্যার সমাধান নয়। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় দফায় দফায় এই হামলা চালানো হয়। এতে বহু ব্যক্তি আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিল তালেবান।

জানা গেছে, মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বাহিনী।ইসলামাবাদের সূত্র দাবি করছে, সেই অভিযানে পাকিস্তানের তালেবান গোষ্ঠী ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) এর প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। যদিও এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নারী-শিশুসহ নিহত ১৫