বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও নেতারা একেরপর এক পোস্ট দিয়ে যাচ্ছেন ফেসবুকে। সবার পোস্টেই ৩১ ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে বলে ঘোষণা। নতুন রাজনৈতিক দল ঘোষণা আসছে, নাকি কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে তা জানা যায়নি।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অল্পসময়ের ব্যবধানে কয়েকটি পোস্ট দিয়েছেন এ বিষয়ে। এক পোস্টে তিনি লিখেছেন, Comrades, 31st DECEMBER! Now or Never.। আরেকটি পোস্টে তিনি ❝Proclamation of July Revolution❞ লিখে শহীদ মিনারে ৩১ ডিসেম্বর বিকেল ৩টার সময় ঘোষণা করেন। এরপরে আরেকটি পোস্টে হাসনাত লিখেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা।
একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ, তারিকুল ইসলামসহ আরো অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনই ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে। শেখ হাসিনার সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা থাকবে ওই জুলাই বিপ্লবের ঘোষণায়।
ওই দিন নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা হবে কিনা, তা জানাতে পারেননি সমন্বয়ক ও নাগরিক কমিটির কেউ।