ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

মোংলায় দিনে দুপুরে হামলা চালিয়ে মাছ লুট

মোংলায় জমি লীজ (ইজারা) নিয়ে  মাছ চাষ করে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। গত ১১ ডিসেম্বর দিনে দুপুরে মোংলা উপজেলার মাকোরঢোনের পাকখালী গ্রামে এই হামালার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা ওই ব্যক্তির মাছের ঘের সব মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় হামলার শিকার তাহাবুর মল্লিক নামের ওই ব্যক্তি।
মোংলা থানায় দেওয়া সেই অভিযোগে ভূক্তভোগী তাহাবুর মল্লিক উল্লেখ করেন, তিনি মোংলা উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে এক বছরের জন্য জমি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত ১১ ডিসেম্বর মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার মোঃ বাবুল শেখের নেতৃত্বে ১০/ ১২ জন তার ওপর হামলা চালিয়ে দিনে দুপুরে তার মাছের ঘেরের পানি সরিয়ে সব মাছ লুটপাট করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় সে।
জানতে এবিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, জমিজমা বা মাছের ঘের সংক্রান্ত দেওয়ানি আদালতের বিষয়। তবে যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। সে অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিল। তবে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।
তবে ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী বলেন, আমার জমি আমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লীজ দিয়েছি। সে এ জমিতে মাছও চাষ করছিল। কিন্তু গত ১১ ডিসেম্বর বাবুল শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে এসে মাছ ধরে নিয়ে যায়।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় দিনে দুপুরে হামলা চালিয়ে মাছ লুট

আপডেট সময় ০৮:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
মোংলায় জমি লীজ (ইজারা) নিয়ে  মাছ চাষ করে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। গত ১১ ডিসেম্বর দিনে দুপুরে মোংলা উপজেলার মাকোরঢোনের পাকখালী গ্রামে এই হামালার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা ওই ব্যক্তির মাছের ঘের সব মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় হামলার শিকার তাহাবুর মল্লিক নামের ওই ব্যক্তি।
মোংলা থানায় দেওয়া সেই অভিযোগে ভূক্তভোগী তাহাবুর মল্লিক উল্লেখ করেন, তিনি মোংলা উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে এক বছরের জন্য জমি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত ১১ ডিসেম্বর মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার মোঃ বাবুল শেখের নেতৃত্বে ১০/ ১২ জন তার ওপর হামলা চালিয়ে দিনে দুপুরে তার মাছের ঘেরের পানি সরিয়ে সব মাছ লুটপাট করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় সে।
জানতে এবিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, জমিজমা বা মাছের ঘের সংক্রান্ত দেওয়ানি আদালতের বিষয়। তবে যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। সে অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিল। তবে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।
তবে ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী বলেন, আমার জমি আমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লীজ দিয়েছি। সে এ জমিতে মাছও চাষ করছিল। কিন্তু গত ১১ ডিসেম্বর বাবুল শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে এসে মাছ ধরে নিয়ে যায়।