স্বপ্নে দেখেছেন একটি নম্বর। ঘুম ভেঙে গেলে ভাবলেন ‘এটি একটি সংকেত’। এরপর স্বপ্নে দেখা নম্বরটি স্বামীর কাছে শেয়ার করলেন। স্বামী ঘটনাটি শুনে স্ত্রীকে বললেন স্বপ্নে দেখা ওই নম্বরের একটি লটারির টিকেট কিনতে। কে জানতো ওই নম্বরই মিলে যাবে এবং জিতে যাবেন ৫০ হাজার ডলারের একটি লটারি। অদ্ভুত হলেও এমন ঘটনা ঘটেছেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক দম্পতির সাথে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন। গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তার স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তবে স্বপ্নে যেই নম্বর দেখেছেন, সেটিই যে লটারি জেতার নম্বর এমন দাবির ভিত্তিতে কোন প্রমাণ নেই।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’