ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তোমার দয়ায়

তোমার দয়ায়
মাহমুদুন্নবী জ্যোতি

তোমার দয়ায় মানবকুলে হলাম মুসলমান
নজর কাড়া সৃষ্টি পেলাম- অপরূপ জাহান।
তোমার দয়ায় নবী পেলাম- মুক্তির কাণ্ডারি
শাফায়াতে পার যেন হয়- আমার ভাঙা তরী।
তোমার দয়ায় কোরান পেলাম- পূর্ণ জীবন বিধান
বুদ্ধি বিবেচনায় পেলাম, অমূল্য অভিধান।
তোমার দয়ায় হলো দেখি- সৃষ্টির ফুলবন
চিত্ত সাজে আনন্দধারায়- আপ্লুত হয় মন।
তোমার দয়ায় আসমান-জমিন, নক্ষত্রের মেলা
স্ফূটিক জলের ঝর্ণা রাশি- কূল কূল বয়ে চলা।
তোমার দয়ায় চন্দ্র- সূর্য, রাত- দিনের সমাহার
ফুলে ফলে ভরিয়ে দিলে, দিলে বাহারি আহার।
তোমার দয়ায় রমজান আসে, মুক্তি দিতে হায়
আপন জ্যোতির বিভা তুমি, হও মোদের সহায়।

আরো পড়ুন : জোছনার জলছবি

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তোমার দয়ায়

আপডেট সময় ০৭:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

তোমার দয়ায়
মাহমুদুন্নবী জ্যোতি

তোমার দয়ায় মানবকুলে হলাম মুসলমান
নজর কাড়া সৃষ্টি পেলাম- অপরূপ জাহান।
তোমার দয়ায় নবী পেলাম- মুক্তির কাণ্ডারি
শাফায়াতে পার যেন হয়- আমার ভাঙা তরী।
তোমার দয়ায় কোরান পেলাম- পূর্ণ জীবন বিধান
বুদ্ধি বিবেচনায় পেলাম, অমূল্য অভিধান।
তোমার দয়ায় হলো দেখি- সৃষ্টির ফুলবন
চিত্ত সাজে আনন্দধারায়- আপ্লুত হয় মন।
তোমার দয়ায় আসমান-জমিন, নক্ষত্রের মেলা
স্ফূটিক জলের ঝর্ণা রাশি- কূল কূল বয়ে চলা।
তোমার দয়ায় চন্দ্র- সূর্য, রাত- দিনের সমাহার
ফুলে ফলে ভরিয়ে দিলে, দিলে বাহারি আহার।
তোমার দয়ায় রমজান আসে, মুক্তি দিতে হায়
আপন জ্যোতির বিভা তুমি, হও মোদের সহায়।

আরো পড়ুন : জোছনার জলছবি