ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহীত হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে ম্যাক্রোঁ ও স্টারমার কিছুই করেননি : ট্রাম্প রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল মা ভাষাসৈনিক, একুশের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক: প্রধান বিচারপতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়: ট্রাম্প শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে : রিজভী সিয়েরা লিওনের দ্বিতীয় সরকারি রাষ্ট্রভাষা বাংলা; তথ্যটি সঠিক নয়: রিউমার স্ক্যানার ভাষা শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন সাবিনা ইয়াসমীন

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ এক বছর পর মঞ্চে গাইতে ওঠেন। তবে গান পরিবেশন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাঁর অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন,‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

এদিকে, আয়োজকরা জানান, প্রায় এক বছর পর মঞ্চে গান গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। আজও তার গান গাওয়ার কথা ছিল, তবে তার অসুস্থতার কারণে এটি পরবর্তী সময়ে পুনঃনির্ধারিত হবে।

প্রত্যাশা করা হচ্ছে, তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারো তার দর্শকদের সামনে গান পরিবেশন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

‘কে মা আর কে মেয়ে…’? কাজলকে দেখে বলছেন ভক্তরা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন সাবিনা ইয়াসমীন

আপডেট সময় ১২:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ এক বছর পর মঞ্চে গাইতে ওঠেন। তবে গান পরিবেশন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাঁর অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন,‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

এদিকে, আয়োজকরা জানান, প্রায় এক বছর পর মঞ্চে গান গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। আজও তার গান গাওয়ার কথা ছিল, তবে তার অসুস্থতার কারণে এটি পরবর্তী সময়ে পুনঃনির্ধারিত হবে।

প্রত্যাশা করা হচ্ছে, তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারো তার দর্শকদের সামনে গান পরিবেশন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

‘কে মা আর কে মেয়ে…’? কাজলকে দেখে বলছেন ভক্তরা