বাংলাদেশের সামনে হিসাবটা ছিল সহজ। ম্যাচ জিতলে কিংবা পয়েন্ট ভাগাভাগি করলে জায়গা হতো বিশ্বকাপে। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিলেন নিগার-নাহিদারা। কিন্তু, নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ শনিবার (১৯ এপ্রিল) শেষ ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছে ৭ উইকেটে।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ১৭৮ রান। জবাবে ৩৯.৪ ওভারে ৩ উইকেট ১৮১ রান তোলে পাকিস্তান।
ম্যাচটি দুই দলের জন্য দুরকম ছিল। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, পাকিস্তানের কাছে নিয়মরক্ষার। নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়েছে পাকিস্তানের। এই জয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বাছাইপর্বে ৫ ম্যাচের সবকটিতে জিতেছে তারা।
অল্প রান তাড়ায় দুই ফিফটিতে গন্তব্যে পৌঁছায় পাকিস্তানের নারীরা। সর্বোচ্চ ৬৯ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে। ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আরেক ব্যাটার আলিয়া রিয়াজ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে রিতু মনির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। টানা তিন ম্যাচে দারুণ খেলা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি। আজও হাসেনি তার ব্যাট। মাত্র ১ রান করে ধরেন সাজঘরের পথ। আরেক ইনফর্ম ব্যাটার শারমিন আক্তার সুপ্তা করেন ২৪ রান।
পাকিস্তানকে হারাতে পারলে কোনো শঙ্কা ছাড়াই ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলত বাংলাদেশ। হেরে যাওয়ায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে। ক্যারিবীয়রা জিতে গেলে আসবে রানরেটের হিসাব। ৫ ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮৩।