ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,স্বল্প মেয়াদি সংস্কার এবং দীর্ঘমেয়াদি সংস্কার ঠিক করে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবসের রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের শ্রমিক-জনতার সমাবেশ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বেলা সোয়া দুইটায় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

তারেক রহমান বলেন,জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায়। সল্প মেয়াদি সংস্কার এবং দীর্ঘমেয়াদি সংস্কার ঠিক করে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণের ভোটে সংসদ ও সরকার গঠন করতে পারিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি বিএনপিই প্রথম নিয়ে এসেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়ে সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তা সামনে নিয়ে আসেন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জাফখরুল বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের যত নাম করা রাজনীতিবিদ ছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আমাদের নেতা তারেক রহমানও শ্রমিকবান্ধব সমাজ গড়ার জন্য কাজ করছেন।

আজও শ্রমিকরা আট ঘণ্টা কাজ করার অধিকার পায়নি দাবি করে নজরুল ইসলাম খান বলেন, তাদের বিনা বেতনে বাধ্য হয়ে কাজ করতে হয়। শ্রম সংস্কার কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে, তা আগামী শ্রম দিবসের আগেই বাস্তবায়নের দাবি জানান তিনি।

মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে আছে : তারেক রহমান

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : তারেক রহমান

আপডেট সময় ০৬:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,স্বল্প মেয়াদি সংস্কার এবং দীর্ঘমেয়াদি সংস্কার ঠিক করে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবসের রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের শ্রমিক-জনতার সমাবেশ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বেলা সোয়া দুইটায় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

তারেক রহমান বলেন,জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায়। সল্প মেয়াদি সংস্কার এবং দীর্ঘমেয়াদি সংস্কার ঠিক করে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণের ভোটে সংসদ ও সরকার গঠন করতে পারিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি বিএনপিই প্রথম নিয়ে এসেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়ে সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তা সামনে নিয়ে আসেন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জাফখরুল বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের যত নাম করা রাজনীতিবিদ ছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আমাদের নেতা তারেক রহমানও শ্রমিকবান্ধব সমাজ গড়ার জন্য কাজ করছেন।

আজও শ্রমিকরা আট ঘণ্টা কাজ করার অধিকার পায়নি দাবি করে নজরুল ইসলাম খান বলেন, তাদের বিনা বেতনে বাধ্য হয়ে কাজ করতে হয়। শ্রম সংস্কার কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে, তা আগামী শ্রম দিবসের আগেই বাস্তবায়নের দাবি জানান তিনি।

মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে আছে : তারেক রহমান