ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যার ঘটনা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ও পরবর্তীতে ন্যূনতম জবাবদিহিতাও দেখায়নি।
আজ বুধবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘ঢাবির ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে।’
নাছির উদ্দিন আরও অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণে একটি ছাত্রসংগঠন বিভিন্ন হলে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ফজলুল হক হলের ঘটনায় সন্ত্রাসীদের বিচার হয়নি, তদন্তও হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হত্যার বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।’
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতর মধ্যরাতে কুপিয়ে হত্যা করা হলো, অথচ উপাচার্য নির্বিকার। তিনি কীভাবে দায়িত্বে বহাল থাকেন, সেটি আমাদের প্রশ্ন।’
ছাত্রদল নেতারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেই নয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল।