বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একজন ভালো লোক, যে আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, হয়তো আওয়ামী লীগকে সমর্থন করত, সে কাকে ভোট দিয়েছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করেনি– এমন লোকদের সদস্য হতে কোনো বাধা নেই।
আজ শনিবার (১৭ মে) চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদের আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের সাধারণ মানুষ আগামীতে গণতান্ত্রিক পরিবেশ চায় মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করাই হবে দলের নতুন স্লোগান।
নগরীর নাসিমন ভবন কার্যালয় চত্বরে আয়োজিত সভায় সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এম রশিদুজ্জামান মিল্লাত, গোলাম আকবর খোন্দকারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অদৃশ্য শক্তি কাজ করলেও বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তারা সংস্কার এবং ভোটের পাশাপাশি হাসিনার বিচার দৃশ্যমান হওয়ার দাবি জানান।