জিনেদিন জিদান। ছবি : এএফপি
অনেকদিন ধরেই গুঞ্জন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বাভারিয়ানদের কোচ হওয়ার পথে মাত্র এক ধাপ দূরে রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী জুলিয়ান নাগেলসমানকে খুব করে চাইছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তাদের ডাকে সাড়া না দিয়ে জার্মানির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন তিনি। যার ফলে নতুন কোচ হিসেবে জিদানের নাম শোনা যাচ্ছে জোরেশোরে।
প্রতিবেদন অনুসারে জিদান বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে। দুই পক্ষই ইতোমধ্যে আলোচনা শেষ করেছে। এখন আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি জার্মান ক্লাবটি কিংবা জিদান নিজে।
প্রায় তিন বছর ধরে কোচিং থেকে দূরে আছেন জিদান। ২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে বিশ্রামে আছেন তিনি। এর আগে গুঞ্জন ছিল, ফ্রান্স জাতীয় দলের কোচ হতে অন্য কোনো ক্লাব বা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না তিনি। ২০২২ ফিফা বিশ্বকাপের পরে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা ছিল তার।
কিন্তু সব সময়ই জিদান এসব গুজব-গুঞ্জনকে সচেতনভাবে পাশ কাটিয়ে গেছেন। কোচ হিসেবে কোনো দলের দায়িত্ব নেবেন কি নেবেন না, সে সিদ্ধান্তও নিতে পারছিলেন না তিনি। অবশেষে কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই ফরাসি তারকা। সে হিসেবে বায়ার্ন মিউনিখও জিদানকে কোচ হিসেবে পেতে এখন উঠে পড়ে লেগেছে।
সম্প্রতি বায়ার্ন বুন্দেসলিগায় ১১ বছরের আধিপত্য হারিয়েছে। থমাস টুখেল বিদায় নিচ্ছেন এই মৌসুম শেষে। তাই হাই প্রোফাইলের কোনো কোচকেই নিতে চায় বাভারিয়ানরা। যদিও গুঞ্জন আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী জিদান। এখন দেখার বিষয় শেষমেশ কোথায় যোগ দেন এই ফরাসি তারকা।
আরো পড়ুন : প্যারিস অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু