ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি।

বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দি‌কে কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা করেন।

না‌হিদ ইসলাম বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বলে সর্তক করেন তিনি।

না‌হিদ ইসলাম বলেন, বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। যেন উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে পিছিয়ে দেওয়া না হয়।

তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন, বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবি করতে পারি না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, আর সেই দখলদারিত্ব রয়েই গেছে। এ অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্ম হ‌য়ে‌ছে।

এর আগে রাজারারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করবো। গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে, তাদের প্রতিরোধ ও প্রতিহত করবো ৩ আগস্ট শহীদ মিনারে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ৩টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পৌঁছায়।

পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না: নাহিদ ইসলাম

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি।

বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দি‌কে কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা করেন।

না‌হিদ ইসলাম বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বলে সর্তক করেন তিনি।

না‌হিদ ইসলাম বলেন, বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। যেন উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে পিছিয়ে দেওয়া না হয়।

তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন, বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবি করতে পারি না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, আর সেই দখলদারিত্ব রয়েই গেছে। এ অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্ম হ‌য়ে‌ছে।

এর আগে রাজারারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করবো। গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে, তাদের প্রতিরোধ ও প্রতিহত করবো ৩ আগস্ট শহীদ মিনারে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ৩টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পৌঁছায়।

পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না: নাহিদ ইসলাম