জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে যারা বড় ধরনের সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
আস্থার সংকট নিরসন প্রসঙ্গে মো. আবদুর রহমান বলেন, ‘সংকট নিরসনের লক্ষ্যে আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।’
কেউ কেউ বড় ধরনের সীমা লঙ্ঘন করেছেন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না কারও ভয়ের কোনো কারণ আছে।’
দুদককে চিঠি দেওয়ার বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে : ফয়েজ তৈয়্যব