ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু ৩০৭, নিখোঁজ অগণিত পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পর যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয় এড়িয়ে শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয় : আইন উপদেষ্টা বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : ড. বদিউল আলম মোংলায় মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা কারা? সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে : সিএনএ টিভিকে অধ্যাপক ইউনূস রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার

বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখনও কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে।’

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা এখনও সেখানে পৌঁছাইনি। আসল চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।” খবর বিবিসির।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকের পর বলেছেন, তিনি আন্তরিকভাবে এই যুদ্ধের অবসান চান, তবে বিস্তারিত কিছু জানাননি। বৈঠক শেষে দুই নেতা কোনো প্রশ্নোত্তরে অংশ নেননি।

পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে “একটি চুক্তিতে পৌঁছাতে” আহ্বান জানান।

ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকার শেষ হওয়ার পর ক্রেমলিন থেকে এ বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া এসেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠককে “খুবই ইতিবাচক” হিসেবে বর্ণনা করেছেন।

তিনি জানান, বৈঠকের পর ট্রাম্প ও পুতিন সাংবাদিকদের প্রশ্ন নেননি কারণ দুজনেই “পরিপূর্ণ বক্তব্য দিয়েছেন”, ফলে আলাদা করে প্রশ্নোত্তরের প্রয়োজন ছিল না। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।

পেসকভ আরও বলেন, দুই নেতার এই আলোচনা তাদেরকে “আস্থা নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে” সহায়তা করবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন সমাধানের পথ খুঁজে বের করতে সহায়ক হবে।

উত্তর আমেরিকার সংবাদদাতার বিশ্লেষণে বলা হয়েছে, নিজেকে শান্তির দূত ও চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন ট্রাম্প। কিন্তু আলাস্কা থেকে তিনি আপাতত কোনো শান্তি চুক্তি বা কূটনৈতিক বিজয় ছাড়াই ফিরছেন।

বৈঠকের শুরুতে অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনায় দেখা যায়। দু’বার করমর্দনের পর ট্রাম্পের গাড়িতে চড়ে তারা একসঙ্গে বৈঠকের স্থানে যান।

এদিকে কিয়েভে স্বস্তির নিঃশ্বাস ফেলা হচ্ছে—কারণ কোনো ‘চুক্তি’ হয়নি। সাংবাদিক ভিতালি শেভচেঙ্কোর মতে, এ জন্য আপাতত ইউক্রেনে কিছুটা স্বস্তি ফিরেছে।

ভারতকে চীনমুখী করেছে ট্রাম্পের শুল্ক নীতি 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প

আপডেট সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখনও কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে।’

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা এখনও সেখানে পৌঁছাইনি। আসল চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।” খবর বিবিসির।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকের পর বলেছেন, তিনি আন্তরিকভাবে এই যুদ্ধের অবসান চান, তবে বিস্তারিত কিছু জানাননি। বৈঠক শেষে দুই নেতা কোনো প্রশ্নোত্তরে অংশ নেননি।

পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে “একটি চুক্তিতে পৌঁছাতে” আহ্বান জানান।

ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকার শেষ হওয়ার পর ক্রেমলিন থেকে এ বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া এসেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠককে “খুবই ইতিবাচক” হিসেবে বর্ণনা করেছেন।

তিনি জানান, বৈঠকের পর ট্রাম্প ও পুতিন সাংবাদিকদের প্রশ্ন নেননি কারণ দুজনেই “পরিপূর্ণ বক্তব্য দিয়েছেন”, ফলে আলাদা করে প্রশ্নোত্তরের প্রয়োজন ছিল না। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।

পেসকভ আরও বলেন, দুই নেতার এই আলোচনা তাদেরকে “আস্থা নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে” সহায়তা করবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন সমাধানের পথ খুঁজে বের করতে সহায়ক হবে।

উত্তর আমেরিকার সংবাদদাতার বিশ্লেষণে বলা হয়েছে, নিজেকে শান্তির দূত ও চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন ট্রাম্প। কিন্তু আলাস্কা থেকে তিনি আপাতত কোনো শান্তি চুক্তি বা কূটনৈতিক বিজয় ছাড়াই ফিরছেন।

বৈঠকের শুরুতে অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনায় দেখা যায়। দু’বার করমর্দনের পর ট্রাম্পের গাড়িতে চড়ে তারা একসঙ্গে বৈঠকের স্থানে যান।

এদিকে কিয়েভে স্বস্তির নিঃশ্বাস ফেলা হচ্ছে—কারণ কোনো ‘চুক্তি’ হয়নি। সাংবাদিক ভিতালি শেভচেঙ্কোর মতে, এ জন্য আপাতত ইউক্রেনে কিছুটা স্বস্তি ফিরেছে।

ভারতকে চীনমুখী করেছে ট্রাম্পের শুল্ক নীতি