জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন উপজেলা জাতীয়তাবাদী কৃষ্কর্র দল।
শুক্রবার(২২ আগস্ট) সন্ধায়ৃ আটোয়ারী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে বের হয়ে ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে ফকিরগঞ্জ বাজরের ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোকসেদ আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, মোঃ বাবুল হোসেন, মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর আলী, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি উত্তম সেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তোড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে শহিদুল ইসলাম বাবুলকে মুক্তি দেওয়া না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা কৃষকদলের কেন্দ্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুলের সাজা বাতিল ও নি:শর্ত মুক্তি দাবী করেন।
মামলার সূত্র অনুযায়ী, সরকারি কাজে বাধা এবং বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় দন্ডবিধির পৃথক ধারায় শহিদুল ইসলাম বাবুলের সাড়ে তিন বছরের সাজা হয়। গত ১৮ আগস্ট সোমবার সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবি নেহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।