অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১৬৬তম ও ১৬৭তম সিনিয়র অফিসার ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে।
২৩ আগস্ট ২০২৫ শনিবার এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।
এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শাখার ৭৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
এসময় বক্তারা প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।