মোংলা উপজেলায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের প্রকল্পের কার্যক্রম টেকসই করণের লক্ষে দিনব্যাপী অংশগ্রহণ মূলক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
(২৬ আগস্ট) মঙ্গলবার মোংলা উপজেলার কৃষি অফিস হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় সিএনআরএস – ইভলভ প্রকল্পের আয়োজনে ৩৭ জন সদস্য নিয়ে এ প্রকল্প সমাপ্ত কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
সিএসও নেটওয়ার্ক টেকসই করনে অংশ গ্রহণ সমাপ্তি কর্মশালা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী দেবশীষ কুমার ঘোষ এর পরিচলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রশান্ত হওলাদার,সমাজসেবা কর্মকর্তা এ এস এম মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী ও ফিল্ড সহায়ক মুহম্মদ আলী এবং কর্মশালায় সিএসও নেটওয়ার্ক এর বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিএসও এবং সিএসও নেটওয়ার্কের টেকসই করনে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে ইতিপূর্বে ৪ টি ইউনিয়নে ৮০ জন সদস্য নিয়ে ৪ টা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভবিষ্যতে সমন্বিত ও পরিকল্পিত ভাবে কাজ করার লক্ষ্যে প্লান প্রনয়ণ করা হয়।