সুন্দরবনের ডিমের এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ সহ দুই চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার সকালে বনের গহীন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বনের বিভিন্ন জায়গায় তল্লাশী করে বিপুল পরিমাণ হরিণ ধরার লায়লনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় অভিযান চালায়। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের কচিখালী ডিমের
চর সংলগ্ন এলাকা বনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই চোরা শিকারী বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুই চোরা শিকারীকে আটক করে। আটক শিকারিরা হলেন, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।