ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর. উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), ইউপি চেয়ারম্যানগণের মধ্যে মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ্ব দেলোয়ার হোসেন , আবু তাহের মোঃ দুলাল ও মির্জাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য তোজাক্কারুল আলম, বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ আব্দুল খালেক ও সুবেদার জসিম উদ্দীন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং প্রতিনিধিগণ।

সভায় মাদক ও বাল্যবিবাহ, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা, বাজারের পানি নিস্কাশনের ড্রেনের উপর স্লাব না থাকা সহ আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়।

সভায় ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আটোয়ারী হাসপাতালে দীর্ঘদিন ধরে সিজার সহ বিভিন্ন অপারেশন হচ্ছিল। এতে উপজেলার বেশীর ভাগ অসহায় গরীব দুঃখী মায়েরা উপকৃত হচ্ছিল। অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে আপাদত সিজার সহ অন্যান্য অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উপজেলার অনেকেই ভোগান্তি সহ দুর্ভোগের শিকার হচ্ছে। অপরেশন কার্যক্রম বন্ধ থাকলেও হাসপাতলে প্যাথলোজিক্যাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। দন্ত চিকিৎসা চালু করা হয়েছে। আটোয়ারী হাসপাতাল জনবলের চরম সংকট থাকলেও ইন ডোর ও আউট ডোরে প্রতিদিন ৫ থেকে ৭ শত রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছি।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর-২০২৫ খ্রিঃ হতে উপজেলায় ট্ইাফয়েড ভ্যাকসিনের টিকা আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হবে। এই মর্মে স্কুল পর্যায়ে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত শিক্ষার্থীগণ এবং কমিউনিটি পর্যায় ৯ মাস থেকে ১৫ বছরের নীচের শিশুরা এই ভ্যাকসিন বিনামূল্যে নিতে পারবেন। এক্ষেত্রে আগ্রহীদের টিকা নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। আমাদের উপজেলায় প্রায় ৪৩ হাজার শিশু-কিশোরকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে চলমান সকল কর্মসূচীর পাশাপাশি ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে ২৪ টাকা কেজি দরে আটা ক্রয় করতে পারবে উপজেলার উপকারভোগীগণ।

এদিকে উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান জানান, তার প্রতিষ্ঠানের পূর্বের নাম ‘রিসোর্স সেন্টার’ পরিবর্তন হয়ে ‘উপজেলা প্রাইমারী ইডুকেশন ট্রেনিং সেন্টার’ নামকরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনার কথা সভায় তুলে ধরেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল সমস্যার সমাধানে মোকাবেলা করতে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজাজমান সবার সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর. উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), ইউপি চেয়ারম্যানগণের মধ্যে মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ্ব দেলোয়ার হোসেন , আবু তাহের মোঃ দুলাল ও মির্জাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য তোজাক্কারুল আলম, বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ আব্দুল খালেক ও সুবেদার জসিম উদ্দীন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং প্রতিনিধিগণ।

সভায় মাদক ও বাল্যবিবাহ, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা, বাজারের পানি নিস্কাশনের ড্রেনের উপর স্লাব না থাকা সহ আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়।

সভায় ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আটোয়ারী হাসপাতালে দীর্ঘদিন ধরে সিজার সহ বিভিন্ন অপারেশন হচ্ছিল। এতে উপজেলার বেশীর ভাগ অসহায় গরীব দুঃখী মায়েরা উপকৃত হচ্ছিল। অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে আপাদত সিজার সহ অন্যান্য অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উপজেলার অনেকেই ভোগান্তি সহ দুর্ভোগের শিকার হচ্ছে। অপরেশন কার্যক্রম বন্ধ থাকলেও হাসপাতলে প্যাথলোজিক্যাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। দন্ত চিকিৎসা চালু করা হয়েছে। আটোয়ারী হাসপাতাল জনবলের চরম সংকট থাকলেও ইন ডোর ও আউট ডোরে প্রতিদিন ৫ থেকে ৭ শত রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছি।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর-২০২৫ খ্রিঃ হতে উপজেলায় ট্ইাফয়েড ভ্যাকসিনের টিকা আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হবে। এই মর্মে স্কুল পর্যায়ে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত শিক্ষার্থীগণ এবং কমিউনিটি পর্যায় ৯ মাস থেকে ১৫ বছরের নীচের শিশুরা এই ভ্যাকসিন বিনামূল্যে নিতে পারবেন। এক্ষেত্রে আগ্রহীদের টিকা নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। আমাদের উপজেলায় প্রায় ৪৩ হাজার শিশু-কিশোরকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে চলমান সকল কর্মসূচীর পাশাপাশি ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে ২৪ টাকা কেজি দরে আটা ক্রয় করতে পারবে উপজেলার উপকারভোগীগণ।

এদিকে উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান জানান, তার প্রতিষ্ঠানের পূর্বের নাম ‘রিসোর্স সেন্টার’ পরিবর্তন হয়ে ‘উপজেলা প্রাইমারী ইডুকেশন ট্রেনিং সেন্টার’ নামকরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনার কথা সভায় তুলে ধরেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল সমস্যার সমাধানে মোকাবেলা করতে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজাজমান সবার সহযোগিতা কামনা করেছেন।