ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ বাহিনীর চার কর্মকর্তা নিহত

ছবি: এপির ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দেশটির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ বলেছে, নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটের একটি উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় মার্কিন মার্শাল ফিউগিটিভ টাস্ক ফোর্সের চার সদস্যকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গেলে গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএস মার্শাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা শার্লটের আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় একটি বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন এক ব্যক্তি। বাড়ির ভেতরে সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কাছাকাছি রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করতে থাকেন। এভাবে কয়েক মিনিট ধরে গুলি চালানো হয়।

‘আজ আমরা এমন কিছু নায়ককে হারিয়েছি, যারা আমাদের বাসিন্দাদের নিরাপদ রাখার চেষ্টায় বের হয়েছিল’, যোগ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ৩০ বছরের মধ্যে এটি পুলিশ কর্মকর্তাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা, যা তিনি স্মরণ করতে পারেন।

আরো পড়ুন : হামাস নেতাদের পরবর্তী গন্তব্য কোথায়?

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ বাহিনীর চার কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দেশটির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ বলেছে, নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটের একটি উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় মার্কিন মার্শাল ফিউগিটিভ টাস্ক ফোর্সের চার সদস্যকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গেলে গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএস মার্শাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা শার্লটের আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় একটি বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন এক ব্যক্তি। বাড়ির ভেতরে সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কাছাকাছি রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করতে থাকেন। এভাবে কয়েক মিনিট ধরে গুলি চালানো হয়।

‘আজ আমরা এমন কিছু নায়ককে হারিয়েছি, যারা আমাদের বাসিন্দাদের নিরাপদ রাখার চেষ্টায় বের হয়েছিল’, যোগ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ৩০ বছরের মধ্যে এটি পুলিশ কর্মকর্তাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা, যা তিনি স্মরণ করতে পারেন।

আরো পড়ুন : হামাস নেতাদের পরবর্তী গন্তব্য কোথায়?