মাহমুদুন্নবী জ্যোতি
বলেছেন নবী উম্মতদের, বেশি করে লাগাও গাছ,
বাঁচার রসদ জোগাবে তারা, প্রকৃতি পাবে সাজ।
বৃক্ষে বৃক্ষে যদি ভরে যায়, দিগন্তে জাগে অরণ্যানী,
পাবে অক্সিজেন বাঁচার তরে, পাবে বৃষ্টির পানি।
পাবে ফুল ফল নিবির ছায়া, পাবে নিরাপদ বসত,
শুনবে পাখির কল কাকলী, অনিন্দায়জন সতত।
ফুলে ফুলে দেখ উড়ে বেড়াবে ক্ষুধার্ত অলীর দল,
তৃপ্ত হবে, ফুলে ফল হবে, পাবে সুস্বাদু নানা ফল।
শুনিনি মোরা নবীর উপদেশ সাবাড় করেছি বৃক্ষ,
পরিণামে আজ বিরূপ প্রকৃতি, ধরণী হয়েছে রুক্ষ।
উত্তাপ বাড়ে প্রতিনিয়ত, নেই বৃষ্টির কোন দেখা,
এতো আমাদের কর্মফল, ভাগ্যে ছিল না লেখা।
সময় আছে, যাও চারার কাছে, স্বযত্নে লাগাও তারে,
স্বরূপ ফিরে পেলে প্রকৃতি, বারি বর্ষিবে চারিধারে।
আরো পড়ুন : তোমার দয়ায়