ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকে সর্বাঙ্গ ঝলসে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) বিএসএফের গুলিতে আহত যুবককে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মরহুম করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)।

স্থানীয় গ্রামবাসীরা জানান, ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯-৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বলেন, আমি সকালে শুনতে পেলাম গ্রামবাসীদের মুখে গত রাতে সীমান্তে গুলির শব্দ শুনেছে অনেকে।

বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে বিকাল ৫টার দিকে ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানালেন ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, আমরাও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখি, তারপর জানাব।

আরো পড়ুন : রেমালের তান্ডবে মারা যাওয়া সুন্দরবনের আরও ৩০টি মৃত হরিণ উদ্ধার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

আপডেট সময় ০৬:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকে সর্বাঙ্গ ঝলসে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) বিএসএফের গুলিতে আহত যুবককে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মরহুম করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)।

স্থানীয় গ্রামবাসীরা জানান, ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯-৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বলেন, আমি সকালে শুনতে পেলাম গ্রামবাসীদের মুখে গত রাতে সীমান্তে গুলির শব্দ শুনেছে অনেকে।

বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে বিকাল ৫টার দিকে ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানালেন ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, আমরাও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখি, তারপর জানাব।

আরো পড়ুন : রেমালের তান্ডবে মারা যাওয়া সুন্দরবনের আরও ৩০টি মৃত হরিণ উদ্ধার