সময়ের স্মৃতিচিহ্ন
শাহানাজ সুলতানা রীনা
আমার কলমের বিচ্ছিন্ন আঁকিবুঁকিরা…
বিষণ্ণ সময়ের স্মৃতিচিহ্ন।
সময়ের বুকে আমার সরোষ শব্দাঘাত,
হোকনা বিচ্ছিন্ন,
তবু শব্দেরাই বিদীর্ণ করে পাথর সময়-
এনে দেয় নিঃসীম শূণ্যতার জয়।
বিক্ষিপ্ত কিছু শব্দ বুননে রেখে যাই সময়ের স্মৃতিচিহ্ন,
দরদে,ক্ষতে, উপলব্ধিতে যা আমিত্বে স্বকীয়।
শত অনিয়ম বুকপেতে নিয়ে চলেছি…
কারণ,হিমবাহের মতো শীতল জমাট হতে শিখেছি,
সৌন্দর্য বিনা মূল্যে বিকোয় এখানে, জেনে গেছি।
সৃজনশীলতার অপার আনন্দটুকুই একান্ত আমার,
যা একটা গভীর মর্মপীড়াদায়ক কবিতা হতে পারে…
আঘাতে আঘাতে তা বুঝেছি।
তাই ‘সময়ের স্মৃতিচিহ্ন’ রেখে যেতে…
শব্দকে সংলাপ করে বুকে তুলে নিয়েছি।
আরো পড়ুন : প্রান্তহীন শূন্যতা