ঠকে যাওয়ার এ শহর
নাবিলা নূপুর
এ শহর যেন একটা বিচ্ছেদের শহর।
এখানে পূর্ণতা শব্দটি যেন রূপকথা।
এ শহর যেন মন খারাপের শহর,
এখানে ভালো আছি কথাটা
যেন বড্ড বেমানান।
এ শহর যেন ঠকে যাওয়ার শহর,
এখানে বিশ্বাস করাটা যেন
ভয়ঙ্কর অপরাধ।
এ শহর যেন একা থাকার শহর,
এখানে কেউ পাশে থাকবে
ভাবাটাই যেন স্বপ্নের উপসংহার।
ঠকে যাওয়ার এ শহরে চেয়েছিলাম
বিশ্বস্তভরা দুটো হাত,
এ চাওয়া যেন অলীক স্বপ্ন।
আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…