ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্টারমারের কাজ শুরু

লেবার পার্টির ভূমিধস বিজয়ের মাধ্যমে যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনকাজের অবসান ঘটিয়ে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ শনিবার (৬ জুলাই) তার পূর্ণ কার্যদিবসে ‘ব্রিটেন পুনর্নির্মাণের’ পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করবেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রয়োজনের চেয়ে ১৭৪টি আসন বেশি পেয়ে মধ্য-বামপন্থি লেবার পার্টি জয়ের পর গতকাল শুক্রবার স্টারমার ডাউনিং স্ট্রিটে তার প্রথম কয়েক ঘণ্টার কাজে ব্যস্ত থাকেন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতে।

আজ শনিবার ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ও নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উপস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।

গতকাল শুক্রবার রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের নিয়োগ নিশ্চিত করার পর দেশের পতাকা হাতে হর্ষোৎফুল্ল লেবার পার্টির সমর্থকরা তাকে ডাউনিং স্ট্রিটে স্বাগত জানান। এ সময় স্টারমার বলেন, ‘খুব দ্রুত পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু হবে এবং কোনো সন্দেহ নেই, আমরা ব্রিটেন পুনর্নির্মাণ করব।’

প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম বক্তব্যে ৬১ বছর বয়সী স্টারমার সরকারের প্রধান পাঁচটি ‘মিশনের’ কথা উল্লেখ করে জাতীয় স্বাস্থ্য সেবাকে মূলধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। নিরাপদ সীমান্ত ও জনগণের চলার পথকে আরও নিরাপদ করার কথাও বলেন তিনি।

স্টারমার সরকারের সামনে রয়েছে স্থবির অর্থনীতির চ্যালেঞ্জ ও ক্ষয়িষ্ণু সরকারি সেবা খাত। পাশাপাশি গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় নিয়ে ঘরে ঘরে দুর্দশার মতো বিষয়গুলোও রয়েছে।

স্টারমার তার বক্তব্যে জনগণকে প্রত্যাশা পূরণে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে পরিবর্তন করা কোনো সুইচ টেপার মতো বিষয় নয়। গোটা বিশ্বই এখন আগের চেয়ে অনেক বেশি অস্থির। এ জন্য একটু সময় প্রয়োজন।’

আরো পড়ুন : মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্টারমারের কাজ শুরু

আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

লেবার পার্টির ভূমিধস বিজয়ের মাধ্যমে যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনকাজের অবসান ঘটিয়ে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ শনিবার (৬ জুলাই) তার পূর্ণ কার্যদিবসে ‘ব্রিটেন পুনর্নির্মাণের’ পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করবেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রয়োজনের চেয়ে ১৭৪টি আসন বেশি পেয়ে মধ্য-বামপন্থি লেবার পার্টি জয়ের পর গতকাল শুক্রবার স্টারমার ডাউনিং স্ট্রিটে তার প্রথম কয়েক ঘণ্টার কাজে ব্যস্ত থাকেন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতে।

আজ শনিবার ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ও নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উপস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।

গতকাল শুক্রবার রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের নিয়োগ নিশ্চিত করার পর দেশের পতাকা হাতে হর্ষোৎফুল্ল লেবার পার্টির সমর্থকরা তাকে ডাউনিং স্ট্রিটে স্বাগত জানান। এ সময় স্টারমার বলেন, ‘খুব দ্রুত পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু হবে এবং কোনো সন্দেহ নেই, আমরা ব্রিটেন পুনর্নির্মাণ করব।’

প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম বক্তব্যে ৬১ বছর বয়সী স্টারমার সরকারের প্রধান পাঁচটি ‘মিশনের’ কথা উল্লেখ করে জাতীয় স্বাস্থ্য সেবাকে মূলধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। নিরাপদ সীমান্ত ও জনগণের চলার পথকে আরও নিরাপদ করার কথাও বলেন তিনি।

স্টারমার সরকারের সামনে রয়েছে স্থবির অর্থনীতির চ্যালেঞ্জ ও ক্ষয়িষ্ণু সরকারি সেবা খাত। পাশাপাশি গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় নিয়ে ঘরে ঘরে দুর্দশার মতো বিষয়গুলোও রয়েছে।

স্টারমার তার বক্তব্যে জনগণকে প্রত্যাশা পূরণে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে পরিবর্তন করা কোনো সুইচ টেপার মতো বিষয় নয়। গোটা বিশ্বই এখন আগের চেয়ে অনেক বেশি অস্থির। এ জন্য একটু সময় প্রয়োজন।’

আরো পড়ুন : মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত