জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল কয়েকটি শক্তিশালী বালু সিন্ডিকেট। অবশেষে অবৈধ বালু পয়েন্টে লাল পতাকা টানালো প্রশাসন।
সোমবার (০৮-জুলাই) সকালে উপজেলার সাহেবগঞ্জ ও নলকা ফুলজোর নদী থেকে উত্তোলিত অবৈধ ওই বালুমহলে লাল পতাকা টানানো হয়।
জানা যায়, নলকায় প্রায় বেশ কিছু প্রভাবশালী লোক দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। এর মধ্যে আব্দুল আলীম, শাহিন,আলমগীর হোসেন ও সাহেবগঞ্জের লিখন ও মনি। ফুলজোর নদী থেকে অবাধে অবৈধ বালু উত্তোলন করছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে হুমকির মুখে পরছে আবাদি জমি। একই সঙ্গে অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাবে একাধিক স্থানে নদীর পাড় ভেঙে পরছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, কয়েক বছর আগে সিডির ফিতা ভাড়া ও গান ডাউনলোড দিয়ে জীবন চালাতেন সাহেবগঞ্জের লিখন। সে এখন পাইভেট কারে চলাফেরা করেন। সরকারের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলন করে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
এ বিষয়ে সাহেবগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো:ফজলার রহমান বলেন, ফুলজোর নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে বালু মহলগুলোতে লাল পতাকা টানানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ফুলজোড় নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা কয়েকটি স্পটের বালু জব্দ করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।