রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তিন যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯০০ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ২০২৪ ইং রাতে সিরাজগঞ্জ সদর থানায় এসব মামলা হয়।
পৃথক তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এসব অজ্ঞাত আসামিরা হলেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মামলার বাদিরা হলেন পৌর শহরের মাছুমপুর দক্ষিণপাড়া মহল্লার নিহত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, গয়লা মহল্লার যুবদলকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা খাতুন ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিয়ষটি নিশ্চিত করেছেন।