মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা ২৯ বোতল বিদেশি মদ সহ আব্দুর রহিম নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পৌর শহরের শামছুর রহমান সড়কে অভিযান চালিয়ে তার বাড়া করা বাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর মামলা দায়ের শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শামসুর রহমান সড়ক এলাকা অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে শজরের সামছুর রহমান সড়কে বাড়া বাসায় তল্লাশী করে ২৯ বোতল বিদেশী হুইস্কি (মদ) সহ আব্দুর রহিম (৫৫) কে আটক করা হয়।
পুলিশের হাতে আটক আব্দুর রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।
মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, আ: রহিম একজন চিহ্ণিত মাদক ব্যাবসায়ী। এর আগেও তার বিরুদ্ধে মাদকের মামলা সহ বহু অভিযোগ রয়েছে। জাহাজ থেকে বিদেশী মদ অন্য জায়গায় পাচারের জন্য বাসায় মজুদ করছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এস আই মিরাজ সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মদ সহ হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।