মোংলায় কলেজ ছাত্রী এক তরুনীকে ধর্ষনের অভিযোগে পুলিশ ওই শিক্ষার্থীর সহপাঠি মোঃ রিয়াজ মাল’কে আটক করেছে। এ ঘটনায় ধর্ষিতা তরুনী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে (গতকাল) মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে পৌর শহর থেকে আটক করে।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, ধর্ষিত তরুনী মোংলা সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্রী। একই কলেজ ও বিভাগের সহপাঠি শিক্ষার্থী মোঃ রিয়াজ মাল’এর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তরুনী এ শিক্ষার্থীর বাড়িতে তার যাতায়াত সহ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে।
সর্বশেষ বৃহস্পতিবার বিকালে ৩টায় তরুনী শিক্ষার্থীর মোংলা পোর্ট পৌরসভার আরাজি মাকড়ঢোন এলাকায় বাড়িতে তাকে একাকি পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সহপাঠি কলেজ শিক্ষার্থী মোঃ রিয়াজ মাল পালিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী ওই তরুনী বাদি হয়ে মোংলা থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত সহপাঠিকে আটক করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানায় থানার এ কর্মকর্তা।