বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।
আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারেও সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য খাতেও সহায়ত করবে এডিবি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পে সহায়তা করবে তারা।
আরো পড়ুন :
১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র