মোংলায় নার্সদের কর্মবিরতি পালনসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে রবিবার সকালে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছেন নার্সেরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে ১১টা হতে ঘন্টাব্যাপী নার্সদের চলে মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন, রানী বিশ্বাস, শ্যামলী পোদ্দার ও সুচন্দা বল।
মুলত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর’র অপসারণ দাবীতে গত কয়েকদিন ধরে এ কর্মসূচি পালন করে আসছেন নার্সিং মিডওয়াইফ কর্মকর্তারা।
সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের নিয়ে কটুক্তি করায় এর প্রতিবাদে আন্দোলনে নামেন নার্সিং মিডওয়াইফ’রা।