ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে? চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন শিশুর মেধা বিকাশে সরকার বদ্ধপরিকর  : ড. ইউনূস পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদে গ্রাহকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ জন গ্রেফতার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৭ বছর পর ঈদে মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ! চিকিৎসাশাস্ত্রের বিজয়ীর মাধ্যমে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা  ভারত থেকে এলো ৪ লাখ পিস ডিম, আরও ৪২ লাখ আসবে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ শেখ হাসিনার বাতিল করা প্রকল্প খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে?

সেন্সর বোর্ডের ইতি ঘটেছে। গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দরদ’।

রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একাধিক সদস্য  নিশ্চিত করেন।

পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাশ পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

তিনি বলেন, গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না।

কিছু টেনকিন্যাল অবজারভেশন উল্লেখ করে সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

গেল ঈদুল আযহার দিন দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এ ছবির সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

আরো পড়ুন :

৭ বছর পর ঈদে মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

দাম্পত্য ভাঙনের পথে,ঐশ্বরিয়ার ডায়েরির পাতায় কী লেখা সেখানে?

তিশা আউট, পূজা ইন

অস্কারে লড়তে যাচ্ছে বাংলাদেশের যে সিনেমা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রংপুরে জাল সনদে চাকুরিরত ১৭জন শিক্ষক; মাহিগঞ্জ কলেজেরই ৬জন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে?

আপডেট সময় ০৫:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

সেন্সর বোর্ডের ইতি ঘটেছে। গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দরদ’।

রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একাধিক সদস্য  নিশ্চিত করেন।

পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাশ পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

তিনি বলেন, গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না।

কিছু টেনকিন্যাল অবজারভেশন উল্লেখ করে সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

গেল ঈদুল আযহার দিন দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এ ছবির সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

আরো পড়ুন :

৭ বছর পর ঈদে মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

দাম্পত্য ভাঙনের পথে,ঐশ্বরিয়ার ডায়েরির পাতায় কী লেখা সেখানে?

তিশা আউট, পূজা ইন

অস্কারে লড়তে যাচ্ছে বাংলাদেশের যে সিনেমা