ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজার ২১ হাজার শিশু নিখোঁজ

গাজার অন্তত ২১ হাজার শিশুর সন্ধান নেই বলে বিবৃতি দিয়েছে সেভ দ্য চিলড্রেন। সোমবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেভ দ্য চিলড্রেন এক নতুন বিবৃতিতে বলেছে, হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনি শিশু ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। কেউ ইসরাইলি বাহিনীর হাতে আটক। আবার কোনো কোনো শিশু অচিহ্নিত কবরে সমাহিত বা পরিবার থেকে হারিয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ এই সাহায্য সংস্থাটি জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে। এছাড়া আনুমানিক ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে। গণকবরেও রয়েছে তাদের অস্তিত্ব। তবে সংখ্যাটি অজানা।

সংস্থাটি আরো জানিয়েছে, ‘অন্যদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। এর মধ্যে একটি অজানা সংখ্যক আটক করা হয়েছে। কাউকে জোরপূর্বক গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ব্যবহার ও নির্যাতনের প্রতিবেদনের মধ্যে তাদের পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।’

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন : নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজার ২১ হাজার শিশু নিখোঁজ

আপডেট সময় ০৬:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

গাজার অন্তত ২১ হাজার শিশুর সন্ধান নেই বলে বিবৃতি দিয়েছে সেভ দ্য চিলড্রেন। সোমবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেভ দ্য চিলড্রেন এক নতুন বিবৃতিতে বলেছে, হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনি শিশু ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। কেউ ইসরাইলি বাহিনীর হাতে আটক। আবার কোনো কোনো শিশু অচিহ্নিত কবরে সমাহিত বা পরিবার থেকে হারিয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ এই সাহায্য সংস্থাটি জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে। এছাড়া আনুমানিক ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে। গণকবরেও রয়েছে তাদের অস্তিত্ব। তবে সংখ্যাটি অজানা।

সংস্থাটি আরো জানিয়েছে, ‘অন্যদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। এর মধ্যে একটি অজানা সংখ্যক আটক করা হয়েছে। কাউকে জোরপূর্বক গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ব্যবহার ও নির্যাতনের প্রতিবেদনের মধ্যে তাদের পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।’

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন : নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ