ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জয় দিয়ে সাফের মিশন শুরু করল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

ভুটানে শুরু হয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানের বিপক্ষে ডমিনেট করে খেলেছে আলপি আক্তার-প্রীতিরা।

আজ বুধবার (২০ আগস্ট) সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চাংলিমিথাং স্টডিয়ামে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আলপি আক্তার। একবার জাল ছুঁয়েছেন সুরভী আকন্দ প্রীতি।

স্কোর দেখে ম্যাচে বাংলাদেশের আধিপত্য বোঝা যাবে না। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে বাংলাদেশ। দুই উইং ধরে আক্রমণে উঠে স্বাগতিকদের রক্ষণভাগে ভীতি ছড়াতে দেখা গেছে তাদের। তবে, গোল পাওয়া হচ্ছিল না কোনোভাবেই। কখনো নিজেদের ভুল, কখনো প্রতিপক্ষের বাধা আবার কখনো গোলবারের বাধায় পাওয়া হচ্ছিল না সোনার হরিণ গোল।

সবমিলিয়ে যেন হতাশা ঘিরে ধরেছিল বাংলাদেশকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ম্যাচের ডেডলক ভাঙেন সুরভী আকন্দ প্রীতি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান ডিফেন্ডার আরিফা আক্তার। সেই বল গ্লাভসবন্দি করতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। সামনে থাকা প্রীতি হেডে বল জড়িয়ে দেন জালে।

বিরতি থেকে ফিরেও একই ধরায় আক্রমণ শাণিত করে বাংলাদেশ। গোল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৫৩ মিনিটে ভুল পাস থেকে মাঝমাঠে বল পেয়ে যায় পূর্ণিমা মারমা। সামনে থাকা একজনকে কাটিয়ে পাস দেন আলপি আক্তারকে। আলপি বল রিসিভ করে শরীরটাকে ঘুরিয়ে সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলে বক্সের মাথায় থেকে শট নেন টপ-কর্নারে। বল গিয়ে জড়ায় জালে। লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি ভুটানের গোলরক্ষক।

ম্যাচের ৬০ মিনিটে ভুল করে বসে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী। বক্সের বাম প্রান্ত থেকে শট নিয়েছিল ভুটান। কিন্তু সহজ সেই বল গ্লাভসে নিতে পারেননি তিনি। ছয় গজ দূরে বক্সের মাথায় থাকা ভুটানের ফরোয়ার্ড রিনজিন ডেমা জাল খুঁজে নেন।

পাঁচ মিনিট পরই সেই গোলের শোধ নেয় বাংলাদেশ। ৬৫ মিনিটে কর্নার থেকে তৃতীয় গোল আদায় করে নেন আলপি। ছয় গজ বক্সের মধ্যে পাওয়া বল প্রথম দফায় নাহলেও দ্বিতীয় দফায় জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

বাকি সময়ে দুই দলই গোলের খোঁজ করেছে হন্নে হয়ে। তবে জাল খুঁজে পায়নি কোনো দলই।

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জয় দিয়ে সাফের মিশন শুরু করল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ভুটানে শুরু হয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানের বিপক্ষে ডমিনেট করে খেলেছে আলপি আক্তার-প্রীতিরা।

আজ বুধবার (২০ আগস্ট) সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চাংলিমিথাং স্টডিয়ামে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আলপি আক্তার। একবার জাল ছুঁয়েছেন সুরভী আকন্দ প্রীতি।

স্কোর দেখে ম্যাচে বাংলাদেশের আধিপত্য বোঝা যাবে না। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে বাংলাদেশ। দুই উইং ধরে আক্রমণে উঠে স্বাগতিকদের রক্ষণভাগে ভীতি ছড়াতে দেখা গেছে তাদের। তবে, গোল পাওয়া হচ্ছিল না কোনোভাবেই। কখনো নিজেদের ভুল, কখনো প্রতিপক্ষের বাধা আবার কখনো গোলবারের বাধায় পাওয়া হচ্ছিল না সোনার হরিণ গোল।

সবমিলিয়ে যেন হতাশা ঘিরে ধরেছিল বাংলাদেশকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ম্যাচের ডেডলক ভাঙেন সুরভী আকন্দ প্রীতি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান ডিফেন্ডার আরিফা আক্তার। সেই বল গ্লাভসবন্দি করতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। সামনে থাকা প্রীতি হেডে বল জড়িয়ে দেন জালে।

বিরতি থেকে ফিরেও একই ধরায় আক্রমণ শাণিত করে বাংলাদেশ। গোল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৫৩ মিনিটে ভুল পাস থেকে মাঝমাঠে বল পেয়ে যায় পূর্ণিমা মারমা। সামনে থাকা একজনকে কাটিয়ে পাস দেন আলপি আক্তারকে। আলপি বল রিসিভ করে শরীরটাকে ঘুরিয়ে সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলে বক্সের মাথায় থেকে শট নেন টপ-কর্নারে। বল গিয়ে জড়ায় জালে। লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি ভুটানের গোলরক্ষক।

ম্যাচের ৬০ মিনিটে ভুল করে বসে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী। বক্সের বাম প্রান্ত থেকে শট নিয়েছিল ভুটান। কিন্তু সহজ সেই বল গ্লাভসে নিতে পারেননি তিনি। ছয় গজ দূরে বক্সের মাথায় থাকা ভুটানের ফরোয়ার্ড রিনজিন ডেমা জাল খুঁজে নেন।

পাঁচ মিনিট পরই সেই গোলের শোধ নেয় বাংলাদেশ। ৬৫ মিনিটে কর্নার থেকে তৃতীয় গোল আদায় করে নেন আলপি। ছয় গজ বক্সের মধ্যে পাওয়া বল প্রথম দফায় নাহলেও দ্বিতীয় দফায় জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

বাকি সময়ে দুই দলই গোলের খোঁজ করেছে হন্নে হয়ে। তবে জাল খুঁজে পায়নি কোনো দলই।

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ