ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সুপার ওভারের রোমাঞ্চে ওমানকে হারালো নামিবিয়া

প্রথম সুপার ওভার দেখলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের তৃতীয় ম্যাচে এসেই ঘটলো এমন কাণ্ড। তাতে জমে উঠে ওমান-নামিবিয়ার স্বল্প রানের থ্রিলার ম্যাচ। যেখানে ডেভিড উইজে নৈপুণ্যে শেষ হাসি হাসে নামিবিয়া।

সোমবার ব্রিজটাউনের কেনিংটন ওভালে মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রান তুলে ওমান। জবাবে ৬ উইকেটে সমান ১০৯ রান তুলে নামিবিয়া। ফলে ভাগ্য নির্ধারণ হয় সুপার ওভারে। যেখানে ১১ রানের জয় পায় নামিবিয়া।

অথচ সহজ জয়ের পথেই ছিল নামিবিয়া। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান, হাতে ছিল ৬ উইকেট। আরো একটা উইকেট হারালেও শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু এরপরই ঘুরে যায় খেলার মোড়। জোড়া উইকেট হারিয়ে মোটে ৪ রান তুলতে পারে নামিবিয়া।

দুই দলের সংগ্রহ তখন সমান ১০৯। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে ডেভিড উইজের ৪ বলে ১৩ ও এরাসমাসের ২ বলে ৮ রানে ২১ রান তুলে নামিবিয়া। জবাবে ১ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তুলতে পারে ওমান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। রুবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসে প্রথম দুই বলেই দুই উইকেট হারায় তারা। কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস শূন্য রানে ফেরেন গোল্ডেন ডাক মেরে। এই বিধ্বংসী বোলার পরের ওভারে এসে আরেক ওপেনার নাসিম খুশিকেও (৬) মাঠ ছাড়া করেন।

২.৩ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট হারায় ওমান। এরপর জিশান মাকসুদ ও খালিদ কাইল ইনিংস মেরামতে চেষ্টা করেন। বার্নার্ড শোল্টজের বলে জিশান আউট হওয়ার আগে ২২ রান করেন। পাওয়ার প্লে শেষ হতে ফেরেন তিনি।

আর ১৭.২ ওভারে ডেভিড ভিসের বলে তাকেই ক্যাচ দেয়া কাইল দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ৩৯ বল থেকে। এছাড়া আয়ান খান করেন ১৫ রান। নামিবিয়ার ট্রাম্পেলম্যান ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান ডেভিড ভিসে ও গেরহার্ড ইরাসমাস।

জবাব দিতে নেমে দ্বিতীয় বলেই ভেন লিগানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলাস ডেভিন ও জান ফ্রাংলিঙ্ক মিলে যোগ করেন ৪২ রান। ৩১ বলে ২৪ রানে ফেরেন ডেভিন। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ইনিংস বড় করতে পারেননি, ফেরেন ১৬ বলে ১৩ রানে।

দ্রুত ফেরেন জে স্মিতও (৮)। তবুও সম্ভাবনা ধরে রাখেন ফ্রাইলিঙ্ক। তবে শেষ ওভারে তিনি ৪৮ বলে ৪৫ রানে ফিরতেই সব যেন এলোমেলো হয়ে যায়। একই ওভারে ফেরেন জেন গ্রিনও। ডেভিড উইজে মাঠে থাকলেও মেলাতে পারেননি শেষ বলে ২ রানের সমীকরণ। মেহরান খান মাত্র ৭ রানে নেন ৩ উইকেট।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুপার ওভারের রোমাঞ্চে ওমানকে হারালো নামিবিয়া

আপডেট সময় ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

প্রথম সুপার ওভার দেখলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের তৃতীয় ম্যাচে এসেই ঘটলো এমন কাণ্ড। তাতে জমে উঠে ওমান-নামিবিয়ার স্বল্প রানের থ্রিলার ম্যাচ। যেখানে ডেভিড উইজে নৈপুণ্যে শেষ হাসি হাসে নামিবিয়া।

সোমবার ব্রিজটাউনের কেনিংটন ওভালে মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রান তুলে ওমান। জবাবে ৬ উইকেটে সমান ১০৯ রান তুলে নামিবিয়া। ফলে ভাগ্য নির্ধারণ হয় সুপার ওভারে। যেখানে ১১ রানের জয় পায় নামিবিয়া।

অথচ সহজ জয়ের পথেই ছিল নামিবিয়া। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান, হাতে ছিল ৬ উইকেট। আরো একটা উইকেট হারালেও শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু এরপরই ঘুরে যায় খেলার মোড়। জোড়া উইকেট হারিয়ে মোটে ৪ রান তুলতে পারে নামিবিয়া।

দুই দলের সংগ্রহ তখন সমান ১০৯। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে ডেভিড উইজের ৪ বলে ১৩ ও এরাসমাসের ২ বলে ৮ রানে ২১ রান তুলে নামিবিয়া। জবাবে ১ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তুলতে পারে ওমান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। রুবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসে প্রথম দুই বলেই দুই উইকেট হারায় তারা। কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস শূন্য রানে ফেরেন গোল্ডেন ডাক মেরে। এই বিধ্বংসী বোলার পরের ওভারে এসে আরেক ওপেনার নাসিম খুশিকেও (৬) মাঠ ছাড়া করেন।

২.৩ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট হারায় ওমান। এরপর জিশান মাকসুদ ও খালিদ কাইল ইনিংস মেরামতে চেষ্টা করেন। বার্নার্ড শোল্টজের বলে জিশান আউট হওয়ার আগে ২২ রান করেন। পাওয়ার প্লে শেষ হতে ফেরেন তিনি।

আর ১৭.২ ওভারে ডেভিড ভিসের বলে তাকেই ক্যাচ দেয়া কাইল দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ৩৯ বল থেকে। এছাড়া আয়ান খান করেন ১৫ রান। নামিবিয়ার ট্রাম্পেলম্যান ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান ডেভিড ভিসে ও গেরহার্ড ইরাসমাস।

জবাব দিতে নেমে দ্বিতীয় বলেই ভেন লিগানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলাস ডেভিন ও জান ফ্রাংলিঙ্ক মিলে যোগ করেন ৪২ রান। ৩১ বলে ২৪ রানে ফেরেন ডেভিন। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ইনিংস বড় করতে পারেননি, ফেরেন ১৬ বলে ১৩ রানে।

দ্রুত ফেরেন জে স্মিতও (৮)। তবুও সম্ভাবনা ধরে রাখেন ফ্রাইলিঙ্ক। তবে শেষ ওভারে তিনি ৪৮ বলে ৪৫ রানে ফিরতেই সব যেন এলোমেলো হয়ে যায়। একই ওভারে ফেরেন জেন গ্রিনও। ডেভিড উইজে মাঠে থাকলেও মেলাতে পারেননি শেষ বলে ২ রানের সমীকরণ। মেহরান খান মাত্র ৭ রানে নেন ৩ উইকেট।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ