ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
প্রথম দিনের বক্স অফিসের হিসেবে আগের সব নজির ভেঙে দিল ‘জওয়ান’। এখনো পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসেবে জায়গা করে নিল শাহরুখের এই নতুন ছবি।

তিনি ফিরলেন। দর্শক দেখলেন তাকে। জয় করলেন ‘জাবরা ফ্যানদের মন। বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তিনিই তো পারেন। কারণ, তিনি শাহরুখ খান। নাম তো সুনা হি হোগা। চার বছর বিরতির পর চলতি বছরের শুরুতে প্রত্যাবর্তন করে বক্স অফিসে তুফান তুলেছিলেন এসআরকে। প্রায় নয় মাসের মাথায় আবার ধামাকা দেখালেন ‘বাজিগর’।

‘পাঠান’ ছবির হাত ধরে স্বমহিমায় বলিউডে ফিরেছিলেন শাহরুখ। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছিলেন ‘কিং খান’। তবে ‘পিকচার অভি বাকি হ্যায়’-এর কৌশলেই ‘জওয়ান’ ছবির হাত ধরে নতুন চমক দেখালেন সুপারস্টার।

বক্স অফিসে আবার আগুন জ্বালিয়ে দিয়েছেন শাহরুখ। ভোরের আলো ফোটার আগে শো হোক কিংবা মধ্যরাতের শো- সবই হাউসফুল। জন্মাষ্টমীর উৎসবের আবহে শাহরুখের এই নতুন ছবি আগের সব রেকর্ড ভেঙে দিল।

প্রথম দিনের বক্স অফিসের হিসেবে আগের সব নজির ভেঙে দিল ‘জওয়ান’। এখনও পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসাবে জায়গা করে নিল শাহরুখের এই নতুন ছবি। যে ছবি ঘিরে উন্মাদনা সর্বত্র।

প্রথম দিনই ৭৫ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। যার মধ্যে ৬৫ কোটি টাকা এসেছে ছবির হিন্দি মাধ্যম থেকে। বাকি ১০ কোটি টাকা এসেছে ছবির তামিল এবং তেলুগু ভাষায় ডাব করা মাধ্যম থেকে।

এই প্রথম বলিপাড়ার কোনো ছবি প্রথম দিনেই ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করল। বলিউডের ইতিহাসে প্রথম দিনে ব্যবসার অঙ্কে নতুন নজির গড়ল এই ছবি।

জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘পাঠান’। সেই ছবির হাত ধরেই চার বছর পর সিনেমাহলে ফিরেছিল এসআরকের ছবি। ‘পাঠান’-এর রেকর্ডও ভেঙে দিল ‘জওয়ান’।

প্রথম দিন ‘পাঠানে’র ব্যবসার অঙ্ক ছিল ৫৭ কোটি টাকা। যা নজির গড়েছিল। তবে শাহরুখ নিজেই নিজের সেই নজির ভেঙে দিলেন। প্রমাণ করে দিলেন, তিনি শাহরুখ খান। তিনিই তো পারেন।

শাহরুখ মানেই ‘কিং অফ রোম্যান্স’। কিন্তু বলিপাড়ায় ফিরে একেবারে অ্যাকশন লুকে ধরা দিয়েছেন তিনি। মূলত দর্শকদের নাড়িটা খুব ভালোই বোঝেন তিনি। সেই কারণেই দর্শকরা কি চান, তা ভালোই টের পেয়েছেন। তাই একেবারে অ্যাকশনে ফিরে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ।

দক্ষিণী ছবির দুনিয়ায় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি। দক্ষিণী ছবির ওই তরুণ পরিচালকের সাথে প্রথম বার কাজ করলেন শাহরুখ। আর প্রথমেই বাজিমাত।

হলমালিকদের আশা আগামী দিনে আরো ব্যবসা করবে ‘জওয়ান’। ফলে অতীতের আরো নানা রেকর্ড ভেঙে ফেলতে পারে শাহরুখের এই ছবি।

অনেকে মনে করছেন, প্রথম দিনে সব মিলিয়ে ‘জওয়ান’-এর ব্যবসার অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অঙ্কটা হতে পারে প্রায় ১৩৫ কোটি টাকা।

সব মিলিয়ে মোট ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ফলে আগামী দিনে ছবির ব্যবসার অঙ্ক আরো বৃদ্ধি পাবে বলেই আশা করছেন ছবির নির্মাতারা।

শাহরুখ-জ্বরে ভুগছেন সিনেপ্রেমীরা। হলের সামনে কাতারে কাতারে ভিড়। কলকাতাও তার ব্যতিক্রম নয়। ভোরের শো হোক কিংবা মধ্যরাতের শো সর্বত্রই জনস্রোত। ঠিক এমন ছবিই দেখা গিয়েছিল ‘পাঠান’ মুক্তির সময়।

৩০ বছরেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজ করছেন ‘বাদশা’। যত সময় এগিয়েছে, নানাভাবে নিজেকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন শাহরুখ। তার রোম্যান্টিক অবতার বরাবরই পছন্দ ভক্তদের। তবে নিজেকে ওই গণ্ডির মধ্যে আটকে রাখেননি। আর তাতে যে তিনি সফল, তা প্রমাণ করেছে ‘জওয়ান’।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ

আপডেট সময় ০৫:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
প্রথম দিনের বক্স অফিসের হিসেবে আগের সব নজির ভেঙে দিল ‘জওয়ান’। এখনো পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসেবে জায়গা করে নিল শাহরুখের এই নতুন ছবি।

তিনি ফিরলেন। দর্শক দেখলেন তাকে। জয় করলেন ‘জাবরা ফ্যানদের মন। বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তিনিই তো পারেন। কারণ, তিনি শাহরুখ খান। নাম তো সুনা হি হোগা। চার বছর বিরতির পর চলতি বছরের শুরুতে প্রত্যাবর্তন করে বক্স অফিসে তুফান তুলেছিলেন এসআরকে। প্রায় নয় মাসের মাথায় আবার ধামাকা দেখালেন ‘বাজিগর’।

‘পাঠান’ ছবির হাত ধরে স্বমহিমায় বলিউডে ফিরেছিলেন শাহরুখ। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছিলেন ‘কিং খান’। তবে ‘পিকচার অভি বাকি হ্যায়’-এর কৌশলেই ‘জওয়ান’ ছবির হাত ধরে নতুন চমক দেখালেন সুপারস্টার।

বক্স অফিসে আবার আগুন জ্বালিয়ে দিয়েছেন শাহরুখ। ভোরের আলো ফোটার আগে শো হোক কিংবা মধ্যরাতের শো- সবই হাউসফুল। জন্মাষ্টমীর উৎসবের আবহে শাহরুখের এই নতুন ছবি আগের সব রেকর্ড ভেঙে দিল।

প্রথম দিনের বক্স অফিসের হিসেবে আগের সব নজির ভেঙে দিল ‘জওয়ান’। এখনও পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসাবে জায়গা করে নিল শাহরুখের এই নতুন ছবি। যে ছবি ঘিরে উন্মাদনা সর্বত্র।

প্রথম দিনই ৭৫ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। যার মধ্যে ৬৫ কোটি টাকা এসেছে ছবির হিন্দি মাধ্যম থেকে। বাকি ১০ কোটি টাকা এসেছে ছবির তামিল এবং তেলুগু ভাষায় ডাব করা মাধ্যম থেকে।

এই প্রথম বলিপাড়ার কোনো ছবি প্রথম দিনেই ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করল। বলিউডের ইতিহাসে প্রথম দিনে ব্যবসার অঙ্কে নতুন নজির গড়ল এই ছবি।

জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘পাঠান’। সেই ছবির হাত ধরেই চার বছর পর সিনেমাহলে ফিরেছিল এসআরকের ছবি। ‘পাঠান’-এর রেকর্ডও ভেঙে দিল ‘জওয়ান’।

প্রথম দিন ‘পাঠানে’র ব্যবসার অঙ্ক ছিল ৫৭ কোটি টাকা। যা নজির গড়েছিল। তবে শাহরুখ নিজেই নিজের সেই নজির ভেঙে দিলেন। প্রমাণ করে দিলেন, তিনি শাহরুখ খান। তিনিই তো পারেন।

শাহরুখ মানেই ‘কিং অফ রোম্যান্স’। কিন্তু বলিপাড়ায় ফিরে একেবারে অ্যাকশন লুকে ধরা দিয়েছেন তিনি। মূলত দর্শকদের নাড়িটা খুব ভালোই বোঝেন তিনি। সেই কারণেই দর্শকরা কি চান, তা ভালোই টের পেয়েছেন। তাই একেবারে অ্যাকশনে ফিরে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ।

দক্ষিণী ছবির দুনিয়ায় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি। দক্ষিণী ছবির ওই তরুণ পরিচালকের সাথে প্রথম বার কাজ করলেন শাহরুখ। আর প্রথমেই বাজিমাত।

হলমালিকদের আশা আগামী দিনে আরো ব্যবসা করবে ‘জওয়ান’। ফলে অতীতের আরো নানা রেকর্ড ভেঙে ফেলতে পারে শাহরুখের এই ছবি।

অনেকে মনে করছেন, প্রথম দিনে সব মিলিয়ে ‘জওয়ান’-এর ব্যবসার অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অঙ্কটা হতে পারে প্রায় ১৩৫ কোটি টাকা।

সব মিলিয়ে মোট ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ফলে আগামী দিনে ছবির ব্যবসার অঙ্ক আরো বৃদ্ধি পাবে বলেই আশা করছেন ছবির নির্মাতারা।

শাহরুখ-জ্বরে ভুগছেন সিনেপ্রেমীরা। হলের সামনে কাতারে কাতারে ভিড়। কলকাতাও তার ব্যতিক্রম নয়। ভোরের শো হোক কিংবা মধ্যরাতের শো সর্বত্রই জনস্রোত। ঠিক এমন ছবিই দেখা গিয়েছিল ‘পাঠান’ মুক্তির সময়।

৩০ বছরেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজ করছেন ‘বাদশা’। যত সময় এগিয়েছে, নানাভাবে নিজেকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন শাহরুখ। তার রোম্যান্টিক অবতার বরাবরই পছন্দ ভক্তদের। তবে নিজেকে ওই গণ্ডির মধ্যে আটকে রাখেননি। আর তাতে যে তিনি সফল, তা প্রমাণ করেছে ‘জওয়ান’।

সূত্র : আনন্দবাজার পত্রিকা