ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘জওয়ান’

চলমান বার্তা ডেস্ক রিপোর্ট:
ফের বক্স অফিসে ঝড় তুলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে প্রতিবেদনে দাবি করছে, ট্রেড রিপোর্ট অনুসারে, ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে ভারতে ৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ১৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। যা এখন বলিউডের সর্বকালের সবচেয়ে বড় শুরুর দিনের সংগ্রহ।

বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।

রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘জওয়ান’

আপডেট সময় ০২:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

চলমান বার্তা ডেস্ক রিপোর্ট:
ফের বক্স অফিসে ঝড় তুলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে প্রতিবেদনে দাবি করছে, ট্রেড রিপোর্ট অনুসারে, ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে ভারতে ৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ১৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। যা এখন বলিউডের সর্বকালের সবচেয়ে বড় শুরুর দিনের সংগ্রহ।

বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।

রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।