ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় দেয়ালে দেয়ালে নতুন স্বাধীনতার গ্রাফিতি করছে শিক্ষার্থীরা 

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
সমুদ্র বন্দর মোংলায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, ক্যালিওগ্রাফি ও পেইন্টিং করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। রবিবার (১৮ আগষ্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন দেয়ালে এসব চিত্র আঁকছেন শিক্ষার্থীরা।
দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। শিক্ষার্থীরা দেয়ালে আঁকা চিত্রকর্মে তুলে ধরছে বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজের পতাকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনা, আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর ‘পানি লাগবে পানি’। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকেও গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
গত ১৭ জুলাই মোংলা সরকারি কলেজ থেকে মিছিল নামতে দেয়নি ছাত্রলীগ, উল্লেখ করে শিক্ষার্থী মোঃ সাঈদ খলিফা, নিঝুম আক্তার ও মোঃ সাকিব বলেন, এক খণ্ড নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা এ কাজ করছেন। এ ছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা, নতুন বাংলাদেশকে তুলে ধরা ও ছাত্র আন্দোলনের জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তারা।
মোংলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী লিমা আক্তার বলেন, ইতিহাসের সাক্ষী হিসেবে ২০২৪ সালকে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে তাদের এই শিল্পকর্ম। সকল প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দিয়ে মোংলাকে রঙিন ও সুন্দর রাখব। এ জন্য সকলে পাশে থাকার অনুরোধ করে এই শিক্ষার্থীরা।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় দেয়ালে দেয়ালে নতুন স্বাধীনতার গ্রাফিতি করছে শিক্ষার্থীরা 

আপডেট সময় ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
সমুদ্র বন্দর মোংলায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, ক্যালিওগ্রাফি ও পেইন্টিং করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। রবিবার (১৮ আগষ্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন দেয়ালে এসব চিত্র আঁকছেন শিক্ষার্থীরা।
দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। শিক্ষার্থীরা দেয়ালে আঁকা চিত্রকর্মে তুলে ধরছে বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজের পতাকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনা, আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর ‘পানি লাগবে পানি’। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকেও গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
গত ১৭ জুলাই মোংলা সরকারি কলেজ থেকে মিছিল নামতে দেয়নি ছাত্রলীগ, উল্লেখ করে শিক্ষার্থী মোঃ সাঈদ খলিফা, নিঝুম আক্তার ও মোঃ সাকিব বলেন, এক খণ্ড নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা এ কাজ করছেন। এ ছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা, নতুন বাংলাদেশকে তুলে ধরা ও ছাত্র আন্দোলনের জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তারা।
মোংলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী লিমা আক্তার বলেন, ইতিহাসের সাক্ষী হিসেবে ২০২৪ সালকে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে তাদের এই শিল্পকর্ম। সকল প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দিয়ে মোংলাকে রঙিন ও সুন্দর রাখব। এ জন্য সকলে পাশে থাকার অনুরোধ করে এই শিক্ষার্থীরা।
আরো পড়ুন : মোংলায় বিধবা নারীর জাল-নৌকা লুট