মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে পিতা-পুত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার চাদঁপাই ১ নম্বর ওয়ার্ড মিঠাখালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে গাউছ শেখ’র তিন বিঘার বসত বাড়ী সহ একটি চিংড়ী ঘের নিয়ে পুর্ব শত্রুতা চলে আসছিল প্রতিপক্ষ আলামিন হাওলাদার, বাদশা ও গোলাম রসুলদের সাথে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় ওই ঘেরের জমিটুকু দীর্ঘদিন জোর পুর্বক দখল করে রেখেছিল তারা।
সোমবার সন্ধ্যায় পৈতৃক সেই জমিতে ঘেরাবেড়া দিতে যায় মৃত সাহেবালীর ছেলে গাউছ শেখ। এসময় প্রতিপক্ষ দখলদার আলামিন, বাদশা, গোলাম রসুল সহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী এসে দেশীয় অস্ত্র দিয়ে গাউছ শেখ ও ছেলে রমজান শেখ এ দুজনকে এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসী দুজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর শুনে ঘটনাস্থল পরির্দশন করেছে মোংলা থানার সেকেন্ড অফিসার সহ একদল পুলিশ। এব্যাপারে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, জমি ও পুর্ব শত্রুতার জেরে মিঠাখালী বাজার সংলগ্ন এলাকায় একটি মারামারীর ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং একটি এজাহার দাখিল করে ভুক্তভোগীরা। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় থানার এ কর্মকর্তা।