ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে তন্বীর জন্য পদ ছাড়ল ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদল। তবে উভয় সংগঠনই গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে গত বছর জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে প্রার্থী ঘোষণা করেনি।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।

সংবাদ সম্মেলনে ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সমর্থনে খালি রাখা হয়েছে বলে জানায় সংগঠনটি।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্রদল।

অপরদিকে, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হোসেন রাকিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত প্যানেলে ভিপি (সহসভাপতি) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে রাখা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে।

বাকি পদগুলো নাম ঘোষণা করলেও শুধু গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। এ পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে বলে জানায় সংগঠনটি।

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডাকসু নির্বাচনে তন্বীর জন্য পদ ছাড়ল ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদ

আপডেট সময় ০৯:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদল। তবে উভয় সংগঠনই গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে গত বছর জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে প্রার্থী ঘোষণা করেনি।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।

সংবাদ সম্মেলনে ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সমর্থনে খালি রাখা হয়েছে বলে জানায় সংগঠনটি।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্রদল।

অপরদিকে, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হোসেন রাকিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত প্যানেলে ভিপি (সহসভাপতি) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে রাখা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে।

বাকি পদগুলো নাম ঘোষণা করলেও শুধু গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। এ পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে বলে জানায় সংগঠনটি।