ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদে গ্রাহকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ জন গ্রেফতার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৭ বছর পর ঈদে মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ! চিকিৎসাশাস্ত্রের বিজয়ীর মাধ্যমে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা  ভারত থেকে এলো ৪ লাখ পিস ডিম, আরও ৪২ লাখ আসবে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ শেখ হাসিনার বাতিল করা প্রকল্প ক্ষতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার ‘রিসেট বাটনে পুশ’: ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে বদলি করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা

লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের রাজধানীতে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের কিছুক্ষণ পরেই শুরু হয় বোমা হামলা। গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননের মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে আসছে। খবর এএফপির।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকন্ঠে শত্রুর বিমানগুলো দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সেইন্ট থেরেসে এলাকায় প্রথম হামলাটি চালানো হয় আর দ্বিতীয় হামলাটি হয় বুর্জ আল-বারাজনে এলাকায়। এছাড়া সংবাদ সংস্থাটি বৈরুতের আরও দুটি স্থানে হামলার খবর দিয়েছে।

এদিকে আজ সোমবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুতে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বুর্জ আল-বারাজনেহ ও হাদাত এলাকা থেকে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

এছাড়া শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বৈরুতের দক্ষিণে ৩০টিরও বেশি বিমান হামলা চালায়। সাম্প্রতিক সময়ে এটাই সেখানে পরিচালিত সবচেয়ে শক্তিশালী হামলা।

ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল : নেতানিয়াহু

ইরানে তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদে গ্রাহকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

লেবাননের রাজধানীতে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের কিছুক্ষণ পরেই শুরু হয় বোমা হামলা। গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননের মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে আসছে। খবর এএফপির।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকন্ঠে শত্রুর বিমানগুলো দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সেইন্ট থেরেসে এলাকায় প্রথম হামলাটি চালানো হয় আর দ্বিতীয় হামলাটি হয় বুর্জ আল-বারাজনে এলাকায়। এছাড়া সংবাদ সংস্থাটি বৈরুতের আরও দুটি স্থানে হামলার খবর দিয়েছে।

এদিকে আজ সোমবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুতে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বুর্জ আল-বারাজনেহ ও হাদাত এলাকা থেকে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

এছাড়া শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বৈরুতের দক্ষিণে ৩০টিরও বেশি বিমান হামলা চালায়। সাম্প্রতিক সময়ে এটাই সেখানে পরিচালিত সবচেয়ে শক্তিশালী হামলা।

ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল : নেতানিয়াহু

ইরানে তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ