চলমান বার্তা ডেস্ক রিপোর্ট:
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হান্নান ভূঁইয়া বলেন, মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের সাবেক ডিসি জাফর হোসেন, কোতোয়ালি থানার সাবেক এসি শাহীনুল রহমান, বর্তমান ডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান, সাবেক এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি (লালবাগ জোন) শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহবুব আলম, মো. আব্দুর রশীদ, রমজান মোল্লা ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিমকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন : শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত